ভারতীয় নওমুসলিমদের ঈমানদ্বীপ্ত সাক্ষাৎকার ১-৩
মাওলানা কালিম সিদ্দিকি
আনোয়ার লাইব্রেরী
বিস্তারিত: মানব হৃদয় একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন ক্যানভাসের মতো। মানুষ দৈনন্দিন কাজের মাধ্যমে তার হৃদয় ক্যানভাসকে রাঙিয়ে তোলে। প্রতিনিয়ত তাতে এঁকে যায় জীবনরেখা। কর্মগুণে কখনও তা হয়ে ওঠে আলোর ফোয়ারা। ফলে সে লাভ করে সৎকাজের অফুরান অনুপ্রেরণা। এমনই এক প্রেরণার বাতিঘর হচ্ছেন মোফাক্কিরে ইসলাম আল্লামা আবুল হাসান আলী নদভি (রহ.) এর খলিফা দাঈয়ে ইসলাম মাওলানা কালিম সিদ্দিকী।
উম্মাহর দরদি এ মানুষটি সবাইকে দ্বীনের ছায়ায় নিয়ে আসার ফিকির করেন। ভাবেন সবার জন্য। ব্যথা অনুভব করেন অধঃপতনোন্মুখ সমাজের সবার প্রতি। তাদের পথহারা দেখে তিনি গুমরে গুমরে কাঁদেন। ভদ্রভাবেই সবার কাছে দাওয়াত পৌঁছান। সবাই গ্রহণ করতে পারবে এমন ভঙ্গিতেই কথা বলা তার অভ্যাস। সর্বোপরি অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব মাওলানা কালিম সিদ্দিকী।